দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও বিরামপুর উপজেলার পৌর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ১৫ মার্চ বহিষ্কার করা হয়েছে। বহিস্কারের পর দিনাজপুর পৌর শাখার সাবেক যুগ্ম আহবায়ক বাবলী আক্তার পিংকি এর প্রতিবাদে সোমবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পিংকি লিখিত বক্তব্যে বলেন, আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে গত বছরের ৮ অক্টোবর অব্যাহতি গ্রহণ করি। এরপর থেকে আমি কোনো রাজনৈতিক কাজে অংশগ্রহণ করিনি। কিন্তু ১৫ মার্চ দিনাজপুর যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা স্বাক্ষরিত একটি অব্যাহতি পত্র পাই। যেহেতু আমি আগেই পদত্যাগ করেছি, সেহেতু আমাকে বহিষ্কারের সুযোগ নেই।
তারপরও তাদের বহিষ্কারের চিঠি নিয়ে বলতে চাই, আমাকে বহিষ্কার করা হয়েছে নিয়মবহির্ভূত ও গঠনতন্ত্র পরিপন্থী। কাউকে বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ করার কথা। কিন্তু আমাকে কোনো কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়নি। এমনকি আমি যে সংগঠন থেকে পদত্যাগ করেছি, তা বারবার জানতে চাওয়ার পরও তা গ্রহণ বা বাতিল করা হয়েছিল কিনা, তাও জানানো হয়নি।
উপরন্তু সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আমাকে অপকর্মের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। যা আমার সফলতা, অর্জন ও পারিবারিক জীবনে প্রভাব ফেলেছে। তিনি এ ঘটনার জন্য সাংগঠনিক ও প্রশাসনিক তদন্ত দাবি করেন। তিনি আরও বলেন, যদি তারা আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।
এ ব্যাপারে দিনাজপুর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা জানান, আমাদের কাছে দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক বাবলী আক্তার পিংকি ও বিরামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার এবং সাধারণ সম্পাদক উম্মে হাবিবার বিষয়ে বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ আসে।
এসব অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই সংগঠনের গঠনতন্ত্রের ২২ এর (ক) উপধারা মোতাবেক দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক বাবলী আক্তার পিংকিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই ধরনের অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহŸায়ক বাবলী আক্তার পিংকি আমাদের কাছে কোনো পদত্যাগপত্র দেননি।
বিডি প্রতিদিন/আল আমীন