কক্সবাজারের টেকনাফ প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রথম প্রহরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুহাঃ আবুল মনসুর,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ,উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ভৌমিক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন আইনশৃংখলা বাহিনী ও সংস্থা প্রধান, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/হিমেল