২৭ অক্টোবর, ২০২০ ১৮:৩৩

ভালুকায় মুরগির বিষ্ঠা ফেলে মাছ নিধনের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় মুরগির বিষ্ঠা ফেলে মাছ নিধনের অভিযোগ

ভালুকায় মাছের খামারে মুরগির বিষ্ঠা ফেলে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার সকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের পানিহাদি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাছের খামারের কেয়ারটেকার বাচ্চু মিয়া। 

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন কাফিখান অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড মালিকানাধীন কাইলেন বিলের চারপাশে লেয়ার মুরগির খামার নির্মাণ করেন। ওইসব মুরগির বিষ্ঠা সরাসরি কাইলেন বিলে ফেলার কারণে বিলে গ্যাস হয়ে মাছ মরে ভেসে উঠে। এতে ওই মৎস্য খামারির প্রায় ৯০ লাখ টাকার মাছ মরে যায়। 

কাফিখান অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের কেয়ারটেকার বাচ্চু মিয়া জানান, ‘আমরা বেশ কিছুদিন যাবৎ বিলে মুরগির বিষ্ঠা ফেলতে নিষেধ করছি। কিন্তু তারা আমাদের নিষেধ অমান্য করে ইচ্ছাকৃতভাবে এ ক্ষতি করেছে।’ 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর