যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে 'বিজয়ের গল্প' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে 'বিশ্বনাথ থিয়েটার'।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্ঠা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ। বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহব্বত আলী জাহান, থিয়েটারের উপদেষ্ঠা কবির আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ পিয়ার।
এসময় উপস্থিত ছিলেন থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক শামীম হোসেন, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক কামরান আহমদ, আব্দুল আতিক, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, ৭১’র চেতনা কেন্দ্রিয় সাংগঠনিক শুকরান আহমেদ রানা, বিশ্বনাথ প্রেসকাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক আফরাতুল ইসলাম মুহিন, সদস্য শফিক রুহিন, জুয়েল আহমদ, ফয়জুল ইসলাম, আব্দুল হাকিম প্রমূখ।
সভার শুরুতেই সিলেটের নাট্যজন মাহবুব চৌধুরী ও কবি বাছিত মোহাম্মদের অকাল মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার ও দেশের আলবদর রাজাকারদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাক হানাদার মুক্ত হয় সিলেটের বিশ্বনাথ উপজেলা। এরপর থেকে ১০ ডিসেম্বরকে বিশ্বনাথ মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ