গোপালগঞ্জে আলোচনা সভা, শোভাযাত্রার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, ডা. কে এম বাবর, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবীর দারা, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা শ্রমিক দলের সদস সচিব শেথ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস, বিএনপি নেতা এসএম মাহমুদসহ অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে একই স্থান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ