কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে নেমে ১৩ ঘণ্টা নিখোঁজ থাকার পর এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাটে তার মরদেহ ভেসে আসে। উদ্ধার হওয়া মোহাম্মদ রাসেল (২০) উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রবিবার সন্ধ্যায় মোহাম্মদ রাসেলসহ স্থানীয় কয়েকজন জেলে ভাসা জাল নিয়ে জাহাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তিনি স্রোতের টানে ভেসে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের মৃতদেহের সন্ধান পান স্বজনরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। মৃতের লাশ নিজের বাড়িতে রয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/হিমেল