ক্যাট-রণবীর জুটি নিয়ে মুখোরোচক গল্পের শেষ নেই। তবে সাম্প্রতিক খবর হলো ক্যাট-রণবীর নাকি আড়ি আড়ি খেলছেন! একেবারে স্টপ করেছেন কথাবার্তা। আর তা ঘটেছে নিউ ইর্য়ক থেকে ঘুরে আসার পরই৷
বিস্তারিত জানতে গেলে ডুব দিতে হবে পুরনো ঘোলা জলে৷ বলিউডে গসিপের যখন কমতি পড়ে তখনই হাজির ক্যাটরিনা-রণবীর৷ সেই সমুদ্রতটে বিকিনি থেকে শুরু হয়ে, রণবীরের গৃহবঁধু হয়ে করিনা কাপুরের ক্যাট ভাবি হওয়ার গল্পো৷ তারপর এল নিউ ইয়ার সেলিব্রেট করতে বলিউডের আলোচিত জুটির নিউ ইর্য়ক উড়ে যাওয়া৷ আর সেই যাত্রা থেকে ফিরে এসে কথা বন্ধ করলেন রণবীর-ক্যাট৷ তবে প্রশ্ন হলো হঠাৎ এই আড়ি আড়ি খেলা কেন?
অনুরাগ বসুর নতুন ছবি ‘জগ্গা জাসুস’-এ জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-ক্যাটকে৷ মুম্বাইতে জমিয়ে চলছে এই ছবির শ্যুটিং৷ আর সেই শ্যুটিং ফ্লোরের লোকেরাই আপাতত দায়িত্ব নিয়ে বলিউডে বলে বেরাচ্ছেন এই আড়ি কাব্য৷
ফ্লোর থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রথম প্রথম নাকি রণবীর আর ক্যাটরিনা একই সঙ্গে ফ্লোরে আসতেন৷ ক্যাটরিনার মেকআপ ভ্যানে বসে দু’জনেই দিতেন আড্ডা৷ তবে নিউ ইর্য়ক থেকে ফেরার পর এখন নাকি কোনও কথাই বলেছেন না দু’জনে৷ শট দেওয়ার পর দু’জনেই চুপচাপ প্রবেশ করছেন নিজেদের ভ্যানে৷ রণবীর-ক্যাটের এইরকম আচরণ দেখে অবাক সবাই৷
আর নিন্দুকেরা বলছেন, রণবীর-ক্যাটরিনার সর্ম্পক শেষ হওয়ার মুখে৷ তাই হয়ত ঝড় ওঠার আগের নিস্তব্ধতা৷