রোহিঙ্গা সংকট নিরসনে কানাডাকে চীনের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির কনজারভেটিভ পার্টির প্রধান ও বিরোধী দলীয় নেতা এন্ড্রু শিয়ার।
এন্ড্রু শিয়ার বলেন, চীনের ভূমিকা ছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। কাজেই আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানাবো, কানাডার সঙ্গে চীনের যে ব্যবসায়িক, সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক আছে তা কাজে লাগিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের উপর চাপ প্রয়োগ করুন।
বৃহস্পতিবার স্কারবোরোর একটি হোটেলে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন কমিউনিটি মিডিয়ার সম্পাদকদের নিয়ে আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় তাঁরা এই মতামত ব্যক্ত করেন। ডনভ্যালি ইষ্ট নির্বাচনী এলাকা থেকে অন্টারিও কনজারভেটিভ পার্টির এমপিপি প্রার্থী এরশাদ চৌধুরী এই ভোজ সভার আয়োজন করেন।
অন্টারিও কনজারভেটিভ পার্টির নেতা এরশাদ চৌধুরী ছাড়াও এতে ইসহাক মোহাম্মদ,কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক আবু শামীম আরিফ, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর উপস্থিত ছিলেন।
এন্ড্রু শিয়ার আরও বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে জানা বোঝার জন্য বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। এই পর্যায়ে এসে আর জানা বোঝার কি আছে? সারা বিশ্ব এর মদ্যে রাখাইনে সংঘটিত বর্বরতার খবর জেনে গেছে। নতুন করে এ নিয়ে আর জানা শোনার কি আছে? তিনি বলেন, আরো এক মাস আগে এই বিশেষ দূত নিয়োগ দিলে সেটি অর্থবহ হতো। কানাডীয়ানরা কেবল পরীক্ষা নিরীক্ষা বা তথ্য সংগ্রহ চায় না, তারা কাজ দেখতে চায়। রোহিঙ্গাদের বাঁচাতে কানাডার কাজ দেখতে চায়।
রাখাইনে যা হচ্ছে- তা আসলে গণহত্যা, কিন্তু কানাডা আনুষ্ঠানিকভাবে এটিকে গণহত্যা বলছে না কেন জানতে চাওয়া হলে সংসদে বিরোধী দলীয় নেতা বলেন, ঘটনা যা ঘটছে তার প্রকাশে যথাযথ শব্দ ব্যবহার করাই শ্রেয়। আমরা কনজারভেটিভ পার্টি কেবল কানাডাই নয়, বিশ্বের যে কোনো স্থানে মানবাধিকার লংঘিত হলে তার বিরুদ্ধে সোচ্চার হই। আমরা মনে করি রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছে। তিনি বলেন, এ নিয়ে সরকারের সাথে আমরা কথা বলেছি। সরকার মনে করে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গণহত্যা টার্ম ব্যবহার না করা পর্যন্ত কানাডা এটিকে গণহত্যা বলবে না। আমরা সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, ঘটনা যা তাই বলতে হবে, অন্য কারো বলে দেওয়ার জন্য অপেক্ষা করা কানাডীয় বৈশিষ্ট্য না।
এসময় এমপিপি প্রার্থী এরশাদ চৌধুরী তাঁর বক্তৃতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য লিবারেল সরকারের উপর চাপ অব্যাহত রাখার জন্য কনজারভেটিভ শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানান।সূত্র: নতুনদেশ ডটকম
বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ই জাহান