১৬ জুন, ২০১৯ ১৩:১৭

'সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান সামনের সারিতে'

অনলাইন ডেস্ক

'সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান সামনের সারিতে'

ফাইল ছবি

সন্ত্রাসবাদ দমনে সফল পাকিস্তান। বিশ্বের যে কয়েকটি দেশ সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছে, তার মধ্যে পাকিস্তানের অবস্থান সামনের সারিতে। এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে এখন চলছে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের সম্মেলন। সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই দাবি করেন। তার কথায়, পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদের সমালোচনায় মুখর হয়।

এবার সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের ১৯তম সম্মেলন চলছে। ওই সম্মেলনেই ইমরান খান দাবি করেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদ দমনের অভিজ্ঞতা ও কৌশল সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। 

এদিনের ওই সম্মেলন থেকে আফগানিস্তান প্রসঙ্গেও মুখ খুলেছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, সেনা দিয়ে আফগানিস্থানের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে সেদেশে শান্তি ফেরাতে পাকিস্তান সবসময় সাহায্য করবে বলেও তিনি এদিন জানিয়েছেন। 


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর