১৭ জুন, ২০১৯ ১৬:৫১

প্যারাগুয়ের কারাগারে দাঙ্গায় নিহত ১০

অনলাইন ডেস্ক

প্যারাগুয়ের কারাগারে দাঙ্গায় নিহত ১০

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের একটি কারাগারে দাঙ্গায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া এসময় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় দুপুরের দিকে দাঙ্গা শুরু হয় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান ভিলামেয়র বলেন, রাজধানীর প্রায় ৪শ’ কিলোমিটার উত্তরপূর্বের সান পেদ্রো ডি ইকুয়ামান্ডিউতে ওই কারাগারে ভয়ঙ্কর দুই অপরাধী চক্রের মধ্যে এ ‘সংঘর্ষ’ হয়। নিহতদের সকলে নারকো গ্রুপের সদস্য।

কর্তৃপক্ষ জানায়, এসব অপরাধী চক্রের একটি প্রকৃতপক্ষে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের অপরাধী চক্রের সাথে জড়িত এবং আরেকটি উভয় দেশ থেকে মাদক পাচার করে থাকে।

স্থানীয় সময় দুপুরের দিকে কারগারটিতে দাঙ্গা শুরু হয় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এসময় সেখানে কয়েকজন গার্ড ছিল। এদের পাঁচজনকে গলা কেটে এবং তিনজনকে পুড়িয়ে হত্যা করা হয়।

ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার দেশগুলোতে একের পর এক ভয়াবহ কারা দাঙ্গার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ সংঘর্ষের ঘটনা। গত মাসে ব্রাজিলের একটি কারাগারে ব্যাপক দাঙ্গায় ৪০ জন নিহত হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর