২০ জুন, ২০১৯ ১০:৩১

রবীন্দ্রনাথের লেখা খালিল গিব্রানের বলে ট্রোলড ইমরান

অনলাইন ডেস্ক

রবীন্দ্রনাথের লেখা খালিল গিব্রানের বলে ট্রোলড ইমরান

এবার টুইট করে তীব্র সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা ব্যবহার করে তার কৃতিত্ব লেবানিজ শিল্পী খালিল গিব্রানকে দেওয়ায় নেটিজেনরা এ নিয়ে বিরূপ মন্তব্য করেন। খবর এই সময়ের।

জানা গেছে, মাঝেমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুগামীদের উদ্দেশে বিভিন্ন ধরণের অনুপ্রেরণামূলক কথা তুলে ধরেন ইমরান খান। কখনো নিজে কিছু লিখেন বা বিখ্যাত মানুষদের লেখা তুলে ধরেন তিনি। তেমনিভাবে সম্প্রতি ইমরান লিখেছেন, ‘স্বদিচ্ছা’-র অর্থ জেনে নিন খালিল গিব্রানের ভাষায়। তবে খালিল গিব্রানের কৃতিত্ব দিয়ে ইমরানের করা টুইট মূলত রবীন্দ্রনাথের লেখা ৷ আর তা নিয়েই ইমরান খানকে নিয়ে শুরু হয়েছে ট্রোল করা ৷

টুইটে রবীন্দ্রনাথের যে ইংরেজি লেখাটি ইমরান তুলে ধরেছেন তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন শুধুই আনন্দে পরিপূর্ণ। আমি জেগে উঠলাম আর দেখলাম জীবন কাজে পরিপূর্ণ। আমি কাজ করলাম এবং দেখলাম কাজই আনন্দ।’ এ বিষয়টি নিয়ে ইমরানকে উপহাস করছেন নেটিজেনরা। যদিও সমালোচনার মুখে পড়ে ইমরান পরে টুইটটি সরিয়ে ফেলেছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর