২০ জুন, ২০১৯ ১৬:০৯

দুর্নীতির অভিযোগ স্বীকার করেছেন সাবেক ইন্টারপোল প্রধান!

অনলাইন ডেস্ক

দুর্নীতির অভিযোগ স্বীকার করেছেন সাবেক ইন্টারপোল প্রধান!

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, চীনের তিয়ানজিন শহরের আদালতে সাবেক ইন্টাপোলপ্রধান মেং হংওয়েই তার বিরুদ্ধে আনা দুই মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন। তবে আদালত এ ব্যাপারে এখনও কোনো রায় দেয়নি। পরবর্তী তারিখে এ রায় দেওয়া হবে বলে জানা যায়।

২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের দায়িত্ব নেওয়ার আগে মেং হংওয়েই চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গত বছর ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর থেকে বেরিয়ে চীন সফরে যাওয়ার পর ইন্টারপোলের সাবেক প্রধান মেং হংওয়েই প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। তবে নিখোঁজের বেশ কিছুদিন পর চীনা সংবাদমাধ্যম তাকে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত চলছে বলে জানায়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর