২০ মে, ২০২২ ১৩:০০

ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ঘাঁটি স্থাপনে ন্যাটোর আগ্রহ নেই : সানা মারিন

অনলাইন ডেস্ক

ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ঘাঁটি স্থাপনে ন্যাটোর আগ্রহ নেই : সানা মারিন

ফিনল্যান্ড প্রধানমন্ত্রী সানা মারিন (ফাইল ছবি)

বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হলেও নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে ইচ্ছুক নয় উত্তর ইউরোপের দেশ দু’টি।

ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ঘাঁটি স্থাপনে আগ্রহ নেই ন্যাটোর বলে জানিয়েছেন ফিনল্যান্ড প্রধানমন্ত্রী সানা মারিন। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে- ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ঘাঁটি স্থাপন করতে কোনো আগ্রহ আছে ন্যাটোর। এই ধরনের পদক্ষেপগুলো ন্যাটোর সঙ্গে ফিনল্যান্ডের সদস্যপদের আলোচনার অংশ নয়।’ 

বৃহস্পতিবার ইতালির এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। এদিকে, সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও প্রায় একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার দেশ স্থায়ীভাবে কোনো ন্যাটো ঘাঁটি চায় না। এমনকি দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনেরও সুযোগ নেই। সূত্র : আল-জাজিরা, ডেইলি সাবাহইউএস নিউজ

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর