ভারতের গোয়ার একটি মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ছয়জনের, আহত কমপক্ষে ৩০ জন। গতকাল দিবাগত রাতে উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে শ্রী লইরাই দেবী মন্দির চত্বরেই এই পদপিষ্টের ঘটনা ঘটে। আহতদের গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে জাগানো হয়েছে, এই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং একাধিক মানুষ আহত হয়েছেন। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, ‘৩০ জনের মতো আহত হয়েছেন।