সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

২০২৩ এসএসসি এইচএসসি সব বিষয়ে

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের (২০২৩ সালের) এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যস্ত (সংক্ষিপ্ত) সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইটে গতকাল এ সিলেবাস প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যসূচি অনুযায়ী আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ে এই দুই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০, অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পর্যায়ে প্রতি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর