সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বরযাত্রীবাহী বাসে বসা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বরযাত্রীদের মধ্যে কয়েকজনকে কনের বাড়িতে রেখেই বরকে নিয়ে গাড়ি ছেড়ে দেওয়ার জেরে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়েতে তার পরিবারের লোকজন ছাড়াও গ্রামের মিনাবাড়ির লোকজন বরযাত্রী হিসেবে যান। খাওয়া-দাওয়া শেষে তাড়াহুড়ো করে বেশির ভাগ বরযাত্রী গাড়িতে চড়ে বাড়ি ফিরলেও মিনাবাড়ির কয়েকজন বিয়ে বাড়িতে থেকে যান। এ নিয়ে মোল্যা বংশ ও মিনাবাড়ির লোকজনের মধ্যে বাগ্্বিতন্ডা হয়। এ ঘটনার জেরে গতকাল সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে চা পানের জন্য মিনা বংশের লোকজন গেলে একই গ্রামের মোল্যা বংশের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিনাবাড়ির লোকজনের ওপর চড়াও হন। এ সময় মারামারি হলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত হয়ে শিয়াবুল  মিনা (২২), বাবলু মিনা (৩৬), রজিবুল মিনা (২৮), বিল্লাল মোল্যার স্ত্রী ঝর্ণা বেগম (৪৫), হোসেন মিনা (৪৫), মুসা মিনার স্ত্রী চম্পা বেগম (৫০), রাব্বি মোল্যা (২৫), বিল্লালের স্ত্রী নাসরিন বেগম (৪৫), আলামিন মোল্যা (৫০), রানা মিনা (২৮), সামিউল মিনা (২৩), সজীব মিনাসহ (২৩) অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, ‘গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুর রহমান জানান, ‘পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর