বিশ্বব্যাপী আর্থিক প্রবণতার পরিবর্তন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফের চাপ এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ও বিশ্ববাণিজ্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাই বাংলাদেশের ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তুলে ধরেছেন ব্যাংকার, অর্থনীতিবিদ, বাণিজ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। গতকাল ‘বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার : বাংলাদেশের ওপর প্রভাব’ শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ)। আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যেসব ট্যারিফ আরোপ করতে যাচ্ছে, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হলে রপ্তানি আয় কমে যাবে, বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেবে এবং খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। তাই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সংস্কার জরুরি। তিনি বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন তুলে ধরে বলেন, দেশের ব্যাংক খাতে গঠনগত দুর্বলতা ও খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ২ লাখ ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এ কে আজাদ বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফের প্রভাব মোকাবিলায় আইসিসি ও বিশ্ববাণিজ্য সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বিমা দাবি নিষ্পত্তির বিষয়েও তারা যেন নজর দেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে ডলারের দর বাজারভিত্তিক করার পরামর্শ দেন তিনি। আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পুনর্বিনিয়োগ এবং খেলাপি ঋণ কমানো জরুরি। তিনি ব্যাংক একীভূতের বিষয়ে বলেন, যাতে বড় ও স্থিতিশীল ব্যাংক গড়ে ওঠে। ইসলামী ও দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর জন্য ফরেনসিক অডিটের পরামর্শও দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসাইন চৌধুরী বলেন, সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, তবে এর ফলাফল মূল্যায়নের সময় এখনো আসেনি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল