বিশ্বব্যাপী আর্থিক প্রবণতার পরিবর্তন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফের চাপ এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ও বিশ্ববাণিজ্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাই বাংলাদেশের ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তুলে ধরেছেন ব্যাংকার, অর্থনীতিবিদ, বাণিজ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। গতকাল ‘বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার : বাংলাদেশের ওপর প্রভাব’ শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ)। আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যেসব ট্যারিফ আরোপ করতে যাচ্ছে, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হলে রপ্তানি আয় কমে যাবে, বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেবে এবং খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। তাই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সংস্কার জরুরি। তিনি বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন তুলে ধরে বলেন, দেশের ব্যাংক খাতে গঠনগত দুর্বলতা ও খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ২ লাখ ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এ কে আজাদ বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফের প্রভাব মোকাবিলায় আইসিসি ও বিশ্ববাণিজ্য সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বিমা দাবি নিষ্পত্তির বিষয়েও তারা যেন নজর দেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে ডলারের দর বাজারভিত্তিক করার পরামর্শ দেন তিনি। আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পুনর্বিনিয়োগ এবং খেলাপি ঋণ কমানো জরুরি। তিনি ব্যাংক একীভূতের বিষয়ে বলেন, যাতে বড় ও স্থিতিশীল ব্যাংক গড়ে ওঠে। ইসলামী ও দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর জন্য ফরেনসিক অডিটের পরামর্শও দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসাইন চৌধুরী বলেন, সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, তবে এর ফলাফল মূল্যায়নের সময় এখনো আসেনি।
শিরোনাম
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
ইন্টারন্যাশনাল চেম্বারের সেমিনার
বিশ্বব্যাংকের প্রতিবেদন ব্যাংক খাতে চ্যালেঞ্জ তৈরি করেছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
৩৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৬ ঘণ্টা আগে | জাতীয়