মেহেরপুরের গাংনী উপজেলার বহুল আলোচিত ‘হৃদয় নিখোঁজ’ ঘটনার অবসান ঘটল ৩২ মাস পর। শুক্রবার বিকাল ৫টার দিকে মালয়েশিয়া থেকে গাংনীর বাউটট গ্রামে এসেছে হৃদয় হোসেনের লাশ। পরিবারের দাবি ছিল, হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম করা হয়েছে। প্রবাসে তার মৃত্যুর খবরে আলোচনায় নিয়েছে নতুন মোড়। ২০২২ সালের ২ অক্টোবর সকালে গাংনীর বাওট এলাকায় বেসরকারি সংস্থা ‘আশা’র অফিসে রক্তের দাগ দেখা গেলে শুরু হয় চাঞ্চল্য। ওই অফিসের পিয়ন ও বাবুর্চি হৃদয় হোসেন (১৮) নিখোঁজ হন একই সময়ে। উত্তেজিত জনতা অফিস ঘেরাও করে, শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলামকে ধরে পুলিশে দেন। পরিবারের অভিযোগ ছিল, ১ আক্টোবর (২০২২) রাতে অফিসের কিছু কর্মকর্তা হৃদয়কে বাসা থেকে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ। পরিবার দাবি করেছিল, হৃদয় এনজিওর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেছিল। তাকে হুমকি দেওয়া হয়। পরদিন রক্তমাখা অফিস রেখে সবার গাঢাকা দেওয়ার ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ ওঠে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এ ঘটনা। সবকিছুর মোড় ঘুরে যায় চলতি মাসে। হঠাৎ হৃদয়ের মৃত্যুসংবাদ আসে মালয়েশিয়া থেকে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সেখানেই ছিলেন এবং অসুস্থ হয়ে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে আনা হয়েছে। এতে সৃষ্টি হয়েছে নতুন প্রশ্ন। স্থানীয় অনেকে বলছেন, যদি হৃদয় মালয়েশিয়ায় ছিল, তাহলে এতদিন সেটা গোপন ছিল কেন? তাহলে কি গুম-হত্যার অভিযোগ সাজানো? কেউ কেউ বলছেন, হৃদয় হয়তো এনজিও অফিসে কোনো অনিয়ম জেনে ফেলেছিল। এরপর ভয়ে আত্মগোপনে প্রবাসে চলে গিয়েছিল। গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘নিখোঁজ মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত বলা যাব।’
শিরোনাম
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন
- এক শহিদ এক বৃক্ষ: নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপ
- খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু
- যুক্তরাষ্ট্রসহ তিন গুরুত্বপূর্ণ মিশনে রদবদল
- মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে
- জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের নামে বৃক্ষরোপণ
- কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- সিদ্ধিরগঞ্জে হসপিটালে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
- চট্টগ্রামের ৪৬৪১টি পুকুরের মধ্যে ২৩৯০টিই বেদখল
- গাইবান্ধায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জাসাসের প্রতিবাদী গণসঙ্গীত
- ঝালকাঠির নলছিটিতে নদীভাঙন রোধে মানববন্ধন
- জামায়াতে ইসলামী একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি : গোবিন্দ প্রামাণিক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
- মোংলায় যৌথ অভিযানে মাদকসহ চারজন আটক
- সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন : মাহফুজ আলম
- নেত্রকোনায় জুলাই আন্দোলনের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- কুয়েতে ফল উৎসব
- কুষ্টিয়ায় শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- চাঁদপুর জুলাই শহীদদের কবরের পাশে বৃক্ষরোপণ
এক মৃত্যু নিয়ে বহু প্রশ্ন
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর