পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সুশাসন নিশ্চিতকরণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন’র আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রজেক্ট অফিসার আশিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অমল মুখার্জি। এছাড়া সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেমিনারের দ্বিতীয় সেশনে তিনটি গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে তার নানা অসংগতি প্রস্তাবনা আকারে তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএ