সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। গতকাল সিলেট সার্কিট হাউসে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের নেতা, ট্রাক পরিবহন মালিক-শ্রমিক, পাথর ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের বক্তব্য নেওয়া হয়েছে। দিনভর শুনানি গ্রহণ শেষে বিকালে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সাংবাদিকদের বলেন, দুটি বিষয়কে সামনে রেখে কমিটি কাজ করেছে।
প্রথমটি হচ্ছে এই লুটে কারা জড়িত এবং এ ঘটনায় কার কী দায় ছিল। আর দ্বিতীয়টি হচ্ছে ভবিষ্যতে এমন ঘটনারোধে করণীয় নিয়ে প্রস্তাবনা।
তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে আমরা যেসব তথ্য পেয়েছি তা নিয়ে ঢাকায় ফিরব। পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এর আগে মঙ্গলবার তদন্ত কমিটি সরেজমিন ভোলাগঞ্জ সাদাপাথর ও রেলওয়ে ব্যাঙ্কার এলাকা পরিদর্শন করে। প্রসঙ্গত, সাদাপাথর লুটের ঘটনায় ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে উচ্চপর্যায়ের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।