রাঙামাটির কাপ্তাই উপজেলার সিতা পাহাড় এলাকায় সম্প্রতি বিরল প্রজাতির গোলবাহার অজগর দেখা গেছে। বুধবার রাত ৮টার দিকে প্রধান সড়কে অজগরটির উপস্থিতি নজরে আসে। স্থানীয় বনবিভাগের টহল ও দুই যুবকের মোটরসাইকেলের আলোতে অজগরটি সড়কে স্তব্ধ হয়ে পড়ে। পরে বনবিভাগের সদস্যরা নিরাপদে অজগরটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেন।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক স্বাধিন জানান, কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়, তার মধ্যে গোলবাহার অজগর অন্যতম। অজগরটি সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মনে হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        