বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) নাজমুল আহসান কলিমুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহজ বিন ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল শুনানিকালে নাজমুল আহসান কলিমুল্লাহকে আদালতে হাজির করা হয়। কলিমুল্লাহর পক্ষে তাঁর আইনজীবী শাহনাজ সুমি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে তিনি কিছু করেননি। বিশ্ববিদ্যালয় ভিসির সবকিছুতে একার বিষয় থাকে না। চাইলেই দুই-চার জন টাকা আত্মসাৎ করে নিতে পারে না। সবকিছু ডকুমেন্টারি বিষয়। তিনি কিছু আত্মসাৎ করেননি।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিনই জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো হয়। ?বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমুল্লাহসহ পাঁচজনকে আসামি করে ১৮ জুন মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।