খুলনার বয়রা ইসলামিয়া কলেজ রোডে মাত্র ২০০ টাকা পাওনা নিয়ে কলহের জেরে নির্যাতনে গৃহবধূ চাঁদনী (২২) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মোহাম্মদ মাসুদ পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন দিনমজুর। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
গৃহবধূর ভাই হৃদয় জানান, তুচ্ছ ঘটনায় প্রায়ই তার বোনকে নির্যাতন করা হতো। কিছুদিন আগে হৃদয়ের কাছ থেকে ২০০ টাকা ধার নেয় মাসুদ। মঙ্গলবার রাতে হৃদয় পাওনা টাকা চাইতে গেলে উত্তেজিত হয়ে মাসুদ তার স্ত্রী চাঁদনীকে মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সোনাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক আবদুল হাই জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।