চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনকে মারধর করেছেন সিএমপির ডিসি আমিরুল ইসলাম। গতকাল দুপুরে সিএমপির খুলশী থানায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আহত সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত বলেন, ‘জিইসি কনভেনশন হলে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনার আপডেট নিতে খুলশী থানায় আসি। এ সময় ডিসির সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি জানতে চান, আপনারা কি ১০ অক্টোবর সিএমপির সংবাদ সম্মেলনে এসেছিলেন? ‘না’ বলার পর ডিসি বলেন, এখনই আমার রুম থেকে বেরিয়ে যান। আমরা সেখান থেকে বের হয়ে জিইসি কনভেনশনের ঘটনায় আটক দুই এইচএসসি পরীক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলার সময় ডিসি আমাদের ওপর হামলা চালান।’ ডিসি আমিরুল তাকে ব্যাপক মারধর করতে করতে মাটিতে শুইয়ে ফেলেন বলেও জানান জোবায়েদ।
সাংবাদিক জোবায়ের বলেন, ‘আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলে ‘তুই ফ্যাসিস্ট’। আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি।’
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো। অভিযুক্ত ডিসি আমিরুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘পুলিশ কমিশনার কমিটি গঠন করলে কমিটির সামনে আমার বক্তব্য দেব।’