বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা সহপাঠীদের উপর হামলায় জড়িত তিন শিক্ষকের অপসারণ দাবীতে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৬ মে আন্দোলনে বহিরাগতদের আনা হয়েছিল ও তাদের সহপাঠীদের ওপর হামলা চালানো হয়েছিল।
শিক্ষার্থীদের দাবি, ঘটনার দীর্ঘ চারমাস হয়ে গেলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম এখনো স্বপদে বহাল আছেন।
তাদের এখনও পদে বহাল রাখায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিডি প্রতিদিন/আশিক