আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণার সময় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন। বুধবার দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে এক প্রচারণা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ইট-পাটকেল ও অন্যান্য বস্তু নিক্ষেপ করা হয় তার দিকে।
স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে ওই প্রচারণায় অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট মিলেই। তবে সেখানে উপস্থিত কিছু উত্তেজিত জনতা হঠাৎ করেই তার ও তার দলের দিকে ইট, পাথর ও বোতলসহ বিভিন্ন জিনিস ছুড়তে থাকে। এতে প্রেসিডেন্ট মিলেই আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা দ্রুত গাড়িতে করে স্থান ত্যাগ করতে বাধ্য হন।
উল্লেখ্য, সম্প্রতি একটি ঘুষ কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে পড়েছে মিলেই প্রশাসন। অভিযোগে সরাসরি প্রেসিডেন্টের বোন কারিনা মিলেই-এর সম্পৃক্ততার কথাও উঠে এসেছে, যা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
বিডি-প্রতিদিন/শআ