গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি রাফেজা বেগম (৬৬) কে বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তিনি ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত ছিলেন।
রাফেজা বেগম সাবেক চেয়ারম্যান আজিজ শেখের স্ত্রী। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ ১১৫৫ জনকে মামলায় জড়িত দেখিয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করে। এ পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        