সাঁতারের ম্যারাথন
প্যারিস অলিম্পিকে সাঁতারের ম্যারাথনে সোনার পদক জয় করেছেন হাঙ্গেরির ক্রিস্টফ রাসফস্কি। তিনি ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে ১ ঘণ্টা ৫০ মিনিট ৫২.৭ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন। এ ইভেন্টে জার্মানির অলিভার ক্লেমেট রুপা এবং হাঙ্গেরির ডেভিড বেটলেহেম ব্রোঞ্জ পদক জয় করেছেন।
বিশ্ব রেকর্ড
অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে টোকিও অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জয় করেন যুক্তরাষ্ট্রের মেয়ে সিডনি ম্যাকলাফলিন-লোভরেন। গত জুনে বিশ্ব রেকর্ডও গড়েন তিনি। এবার নিজের রেকর্ডটাই ভাঙলেন সিডনি। প্যারিসে ৫০.৩৭ সেকেন্ড টাইমিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। জয় করেছেন সোনার পদক।
হকিতে সেরা নেদারল্যান্ডস
অলিম্পিক হকিতে সোনার পদক জয় করেছে নেদারল্যান্ডসের ছেলেরা। ফাইনালে তারা ১-১ গোলে ড্রয়ের পর ৩-১ ব্যবধানে টাইব্রেকারে হারিয়েছে জার্মানিকে। তৃতীয়বারের মতো ডাচরা অলিম্পিক সোনা জয় করেছে। এর আগে ১৯৯৬ ও ২০০০ সালে হকিতে সোনার পদক জয় করে তারা। হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।