দুই মাসেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। গত কোপা আমেরিকা ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন। গতকাল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে খেলতে নেমেই ম্যাজিক দেখালেন আর্জেন্টাইন তারকা। জোড়া গোলে দলকে উপহার দিলেন দারুণ এক জয়। গতকাল মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামি ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়াকে। মেসি ২৬ ও ৩০ মিনিটে একটি করে গোল করেন। এ ছাড়াও একটি গোল করেন লুইস সুয়ারেজ। মেসি দুটি গোল করার পাশাপাশি সুয়ারেজের গোলে অ্যাসিস্টও করেন।
মাঠে ফিরেই দুরন্ত খেলা উপহার দিলেন লিওনেল মেসি। ম্যাচের পর আর্জেন্টাইন তারকা বলেন, ‘একটু ক্লান্ত। আর্দ্রতা ও মায়ামির গরম খুব একটা সাহায্য করছে না। তবে আমি খুব করে মাঠে ফিরতে চেয়েছিলাম। অনেক দিন মাঠের বাইরে থাকতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘একটু একটু করে দলের মধ্যে নিজেকে ফিরে পাচ্ছি, ভালো অনুভব করছি। আর এ কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শুরু থেকে খেলব। আমি খুব খুশি।’ মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ইন্টার মায়ামি। প্রথমবারের মেজর লিগে আধিপত্য দেখাচ্ছে ইন্টার মায়ামি। মেসি আসার পর গতবার তারা জয় করেছে লিগস কাপ। ফাইনাল খেলেছে ইউএস ওপেন কাপে। এবার কি মেজর লিগও জয় করবে!