জলাবদ্ধতায় রাজধানীর মুগদা এলাকায় বেশ কয়েকটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। খানাখন্দে ভরা সড়কে জমে থাকছে বৃষ্টির পানি। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এতে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, উত্তর মুগদাপাড়ায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বড় মসজিদ পর্যন্ত সড়কটির অবস্থা খুবই বেহাল। এ ছাড়া সামান্য বৃষ্টিতেই প্রধান সড়ক থেকে হাসপাতাল যাওয়ার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
মুগদার দীর্ঘদিনের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ আলী চায়না জানান, এ সড়ক দিয়ে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। জলাবদ্ধ এ সড়কপথে হাসপাতালে আসা মুমূর্ষু রোগীদের ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে হয়। বিভিন্ন সময় সড়কটি সংস্কার করা হলে কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। জনস্বার্থে এবং জনদুর্ভোগ লাঘবে এ ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।