চট্টগ্রামে বায়েজিদ থানা এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে মো. শাহজাহান আকাশ নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে জনতা। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাত ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জুছায়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মো. শাহজাহান নগরীর বায়েজিদ বোস্তামী থানার পুলিশের সোর্স ছিল। সোর্স পরিচয়ে এলাকায় বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছিল। পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন ভাসমান দোকান, শিল্পকারখানাসহ মানুষকে ভয়ভীতি দেখি চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকা থেকে আত্মগোপনে থাকলেও রবিবার রাতে স্থানীয়রা তাকে পেয়ে গণধোলাই দেয়। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, পুলিশের সোর্সের পরিচয় দিয়ে মো. শাহজাহান আকাশ দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি করেছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। আমি তো থানায় নতুন যোগদান করেছি। জনগণ তাকে আটক করে রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।