ফরিদপুর, নড়াইল ও নেত্রকোনায় পৃথক মামলা তিনজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আউয়াল মৃধা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় শিমুল (৩৫) নামে এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। নড়াইল : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগম (২২) হত্যা মামলায় স্বামী মো. রনি শেখ (২৬) এবং তার বন্ধু মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস ফকিরকে (২৪) ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। নেত্রকোনা : নেত্রকোনায় পৃথক দুটি মামলায় মমতাজ (৪৮) ও কামাল হোসেন (৩২) নামে দুজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।