সাভারে চাঞ্চল্যকর বাবা-ছেলেকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনার মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। রবিবার রাতে আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন সিরাজগঞ্জের আনিস সরদার (২৬) এবং চাঁপাইনবাবগঞ্জের আদিল (২৪)।
র্যাব জানায়, ২ সেপ্টেম্বর আমিনবাজার রূপালি-সৈকত হাউসিংয়ের ভিতর থেকে গরুর খামারি ফুয়াদুল ইসলাম ও তার শিশু সন্তান আশিকের অর্ধগলিত পচা লাশ পাওয়া যায়। ফুয়াদুল গাংনী থানার বাসিন্দা।