গাজীপুরের কালিয়াকৈর বাইপাস সাহেব বাজার এলাকায় বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারে সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত হন। তার আনুমানিক বয়স ৪২ বছর।
নাওজোড় থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। লাশ গতকাল সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরচিয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে ঢাকার কেরানীগঞ্জে কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইয়াসিন গাজী সাগর (৩৪) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। ইয়াসিন বরিশাল কোতোয়ালি থানার হরিনা শুলিয়া গ্রামের সোবহান গাজীর ছেলে।
তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।