চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার শিশুটিকে উদ্ধার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
এসময় শিশুটিকে অপহরণের দায়ে অভিযুক্ত মাহমুদুল ইসলাম মিরাজকে (২০) গ্রেফতার করা হয়েছে। মিরাজ শাহরাস্তি থানার স্থানীয় বাসিন্দা। পুলিশ শিশুটির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, শনিবার চান্দগাঁও থানা এলাকা থেকে একটি শিশু অপহৃত হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে পুলিশের একটি দল শিশুটি উদ্ধারে সফল হয়। এসময় তার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মিরাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল