শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বগুড়ার শেরপুরের মা ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। গতকাল দুপুর ১২টার দিকে তিনি মন্দির পরিদর্শন করেন। তাকে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। পুরোহিত ও মন্দির কমিটির নেতারা তাঁর কাছে মন্দিরের অতীত ইতিহাস তুলে ধরেন এবং ইতিহাস সংবলিত বই সহকারী হাইকমিশনারের হাতে তুলে দেন। ঐতিহাসিক মা ভবানী মন্দিরের উন্নয়নে ভারত হাই কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মনোজ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলাম, মন্দির কমিটির নেতা ডা. এনসি বাড়ই, দিলীপ কুমার প্রমুখ।