রোগী দেখে নিজ বাড়িতে ফেরার পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে ইজিবাইক থেকে পড়ে হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দরে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত হাফিজুল ইসলাম মিস্ত্রি (৫৮) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত আলাউদ্দিন মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানায়, হাফিজুল মিস্ত্রি ৪-৫ জন দিনাজপুর শহরে অসুস্থ এক রোগীকে দেখতে যান। রোগী দেখা শেষে ইজিবাইক যোগে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই ইজিবাইক থেকে মহাসড়কে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজনসহ ওই ইজিবাইকের অপর যাত্রীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি বুধবার রাতেই মৃত্যুবরণ করেন।
খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের (ইউপি) সদস্য মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ