বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পিকআপে থাকা এক যাত্রী। শুক্রবার ভোর পৌনে সাতটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন পিকআপ চালক মাদারীপুরের কালকিনি উপজেলার আবু তালেবের ছেলে মো. মাহিন (২০) ও যাত্রী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরাজ গ্রামের মৃত খালেক শরীফের ছেলে আলেক শরীফ (৪৫)। আহত আলেকের স্ত্রী আসমা বেগমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ফরিদপুর থেকে বাসার মালামাল নিয়ে একটি পিকআপ বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। মহাসড়কের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বরিশাল থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় নিহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান বলেন, বাসার মালামাল নিয়ে আলেক ও তার স্ত্রী পিকআপে করে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত আসমার স্বামীসহ পিকআপ চালক মারা গেছেন। আসমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। উভয় যানবাহন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/শআ