বরিশাল-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ১৬৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয় বলে ওসি ইয়াসিনুল হক জানিয়েছেন।
দুই বছর আগে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ এনে মামলা করেছেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু। বাদী বিএনপি নেতা দিনু জানান, দুই বছর আগে ২০২২ সালে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে মধ্য বাজার এলাকায় তার চৌধুরী ব্রিকসের অফিসে হামলা-ভাঙচুর ও লুট করা হয়। এতে তার ১৫/১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মামলা করতে পারেননি। তাই বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলায় সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামী করা হয়েছে বলে বিএনপি নেতা দিনু জানিয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, বিএনপি নেতার অফিস কক্ষে হামলা-ভাংচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ নামধারী ৪৫ জন ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার কোন আসামিকে গ্রেফতার করা হয়নি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহাজান সোহেল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবি আব্দুল্লাহ দোলন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির জোমাদ্দার, সাবেক সাংসদের ভাই মনজ দেবনাথ।##
বিডি প্রতিদিন/নাজমুল