চট্টগ্রাম নগরীর বন্দর থানা ও বাঁশখালী পৌরসভা এলাকা থেকে আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোররাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইকবাল ও মো. আনছার। এদের মধ্যে ইকবাল নগরীর বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আনছার বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সহ-সভাপতি।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, রবিবার ভোরে বন্দর থানার মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় দুইটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।
অন্যদিকে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, রবিবার ভোরে পৌরসভার সিন্নিপুকুরপাড় সংলগ্ন বাড়ি থাকে শ্রমিক লীগ নেতা আনছারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা