শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাজী আজিমউদ্দিন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
সংগঠনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও সমন্বয়ক মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো: দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক মু. মোকলেসুর রহমান।
পরে অধ্যাপক মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারকে সাধারণ সম্পাদক করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এএম