ফেনী শহরের বিরিঞ্চি আতিকুল আলম সড়কস্থ নিজ বাসার সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক ২ টার দিকে শহরের বিরিঞ্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. রায়হান পাটোয়ারী। সে ফেনী জি.এ. একাডেমি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার জুমার নামাজ পড়ে রায়হান ও তার বাবা বাসার সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। সিঁড়িতে পড়ে থাকা কারেন্টের তার থেকে প্রথমে রায়হানের বাবা তারপর রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন রায়হান ও তার বাবাকে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়৷ এ সময় কর্তব্যরত চিকিৎসক মো. রায়হান পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনেরা জানান, শুক্রবার বাদ এশা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদায় গ্রামে মো. রায়হান পাটোয়ারীকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ