মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কাজিপুরা ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে,পরে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় প্রাথমিকভাবে সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তদন্ত শুরু করেছে। এছাড়া উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিয়াতের পরিচয় সনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএ