জর্জিয়ার প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। বিভিন্ন শহরে ইউরোপীয় ইউনিয়নপন্থীদের বিক্ষোভের ১৬ দিন পর দেশটির পার্লামেন্ট শনিবার এ নিয়োগ চূড়ান্ত করেছে। জর্জিয়ার ক্ষমতাসীন দল তাদের ক্ষমতা আরও দৃঢ় করেছে, যা বিরোধীদের মতে দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আকাঙ্ক্ষায় বড় ধাক্কা এবং সাবেক সাম্রাজ্যবাদী শাসক রাশিয়ার জন্য একটি বিজয়।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি সহজেই বিজয়ী হন, কারণ জর্জিয়ান ড্রিম দল ৩০০ আসনের ইলেক্টোরাল কলেজ নিয়ন্ত্রণ করে, যা ২০১৭ সালে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে গঠিত হয়। জর্জিয়ান ড্রিম দল দক্ষিণ ককেশাস অঞ্চলের এই দেশটিতে ২৬ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টের নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে বিরোধীরা অভিযোগ করে নির্বাচনে মস্কোর সহায়তায় কারচুপি করা হয়েছে।
জর্জিয়ার বিদায়ী প্রেসিডেন্ট এবং প্রধান পশ্চিমাপন্থী দলগুলি তখন থেকে সংসদীয় অধিবেশন বর্জন করে এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানায়। জর্জিয়ান ড্রিম ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার দিয়েছে। তবে তারা রাশিয়ার সাথেও সম্পর্ক "পুনর্গঠন" করতে চায়।
উল্লেখ্য, রাজনীতির ময়দানে আসার আগে ফুটবল খেলতে দেখা যেত কাভেলাশভিলিকে। ম্যাঞ্চেস্টারে দু’বছর খেলেছিলেন তিনি। খেলতেন স্ট্রাইকার পজিশনে। ১৯৯৭ সালে লিগে সিটির হয়ে খেলে ৩ গোল করেছিলেন। ২০০৬ সালে অবসর নেওয়ার আগে আরও বহু ক্লাবেই খেলতে দেখা গেছে। পাশাপাশি জর্জিয়ার জাতীয় দলেরও খেলোয়াড় ছিলেন কাভেলাশভিলি।
বিডি-প্রতিদিন/শআ