বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্সীগঞ্জে শতাধিক পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ পূজা মণ্ডপ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে বাকি পূজা মণ্ডপে গিয়ে নগদ অর্থ দেওয়া হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নগদ অর্থ প্রদান করলাম। পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মূলদল, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল দিনরাত পাহারা দিচ্ছে।
বিডি প্রতিদিন/এএ