'হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি' প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে নগরীতে র্যালি ও আলোচনা সভা হয়। বরিশাল সার্টিক হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মেমি আক্তার।
বরিশাল জেলা প্রশাসন, জেলা সমাজসেবা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাদাছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালন হয়।
বাংলাদেশে সাড়ে নয় লক্ষ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে। যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করেন। সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চোখ। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার হয়ে থাকে।
বিডি প্রতিদিন/মুসা