বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো আক্রান্ত ৯৫ রোগী বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে।
মারা যাওয়া রোগী আরতি (৫০) পিরোজপুরের নেছারবাদ উপজেলার বাসিন্দা। সে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে গত ১ জানুয়ারী থেকে বুধবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ রোগীর মৃত্যু হয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেণ। এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২১ রোগী। এছাড়া বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে দুই জন করে এবং ভোলায় একজন মারা গেছে।
গত জানুয়ারী থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট তিন হাজার ৯৯৬ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে তিন হাজার ৬৫৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন।
বিডি প্রতিদিন/এএম