বরিশাল নগরীসহ বিভাগের সকল উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কমছে না। একইভাবে মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৫ জন।
মারা যাওয়া রোগী রুমা বেগম (২৯) ভোলা সদর উপজেলার দিঘলদি এলাকার বাসিন্দা। তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বরিশাল বিভাগে এ বছর ৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৬ জন রোগী। এছাড়াও ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন করে। পটুয়াখালী জেলায় একজন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ ও জেলা- উপজেলা হাসপাতালে ভর্তি হন ৮ হাজার ৮৩ রোগী। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪০ জন রোগী।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, চিকিৎসা সেবায় কোন ঘাটতি নেই। চিকিৎসার চেয়ে প্রতিরোধের কোন বিকল্প নেই। তাই মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের সাথে সাথে ব্যক্তি পর্যায়েও মশক নিধন কার্যক্রম করতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল