পূজা চেরি ও আদর আজাদ অভিনীত ছবি ‘লিপস্টিক’ মুক্তি পেয়েছিল গত ঈদুল ফিতরে। সে সময় মাত্র আটটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সংশ্লিষ্টদের অভিমত ছিল, সিন্ডিকেটের কারণে ভালো সিনেমা হওয়ার পরও তেমন হল পায়নি সিনেমাটি। তবে তৃতীয় সপ্তাহে সিনেমাটির হল সংখ্যা বেড়েছিল কয়েক গুণ। সেই সিনেমাটি এবার স্টার সিনেপ্লেক্সে নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটি শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মোট ১৪টি শো চলছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে সিনেমাটির নায়ক আদর আজাদ বলেন, ‘ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতন। এরপর এসেছে অন্তর্র্বর্তীকালীন সরকার। এ সময়ে নতুন করে শোবিজ ইন্ডাস্ট্রি আবার চাঙা হতে শুরু করেছে। হল সচল রাখতে নতুন নতুন সিনেমা দরকার এখন। এই পরিস্থিতিতে ফের স্টার সিনেপ্লেক্সে আমাদের লিপস্টিক প্রদর্শিত হচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। সবাইকে অনুরোধ করব, হলে গিয়ে সিনেমাটি দেখার।’ সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক আদর আজাদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আদর আজাদ-পূজা চেরি জুটির ‘নাকফুল’ নামের আরেকটি সিনেমা। এটি পরিচালনা করেছেন আলোক হাসান।