চলচ্চিত্রনির্মাতা আমজাদ হোসেনের কালজয়ী সিনেমা ‘ভাত দে’। আজ এ কিংবদন্তির মৃত্যুবার্ষিকীতে তাঁর সম্মানে চ্যানেল আইতে প্রচার হবে এ ছবিটি। দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে এটি। সিনেমায় একজন নারীর জীবনের নানা টানাপোড়েনের গল্প উঠে এসেছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাবানা, আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, আনোয়ারা, আঁখি আলমগীর, টেলি সামাদ, আখতার হোসেন প্রমুখ।
‘ভাত দে’ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন আমজাদ হোসেন। কালজয়ী এ সিনেমাটি ৯টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এ বছর সিনেমাটি মুক্তির চার দশক পূর্ণ করছে।